বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুর্গাপূজায় ভোমরা বন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ 

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্গাপূজায় ভোমরা বন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ 

বাঙালি হিন্দু সনাতন ধর্মালম্বীদের সেরা উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৬দিন বন্ধ থাকবে সব প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য। 

তবে এ সময় ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ জানান, শারদীয়া দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভোমরা স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ থাকবে। 

১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে। দুর্গাপূজার ছুটির কারণে ৬দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন পত্র দিয়ে এপারের কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনকে অবহিত করেছেন বলে বর্তমান এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম জানান। 

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্র্যাফিক) জানান, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের দপ্তরকে জানিয়েছেন। ভোমরা বন্ধরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে। ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার জানান, পূজার ছুটির সময় দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

টিএইচ